শিরোনাম
সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মিলবে ২২ সেপ্টেম্বর
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০৩
সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মিলবে ২২ সেপ্টেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২২ সেপ্টেম্বর ( বুধবার) থেকে ডাউনলোড করা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।


২০২১-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://bit.ly/3lqzGPo) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আগামী ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৫ নভেম্বর বাণিজ্য ইউনিট এবং ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রতিটি ইউনিটে মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ সাতটি কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে।


এছাড়া সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হতে পারবে।


বিবার্তা/রাসেল/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com