শিরোনাম
ঢাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী সোমবার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪১
ঢাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী সোমবার
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক উৎসব-২০১৬’র সমাপনী অনুষ্ঠান হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. মহসিনা আক্তার খানম ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী।   

 

উল্লেখ্য, গত ৪ নভেম্বর শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী মাল্টিমিডিয়া কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে উৎসব আয়োজনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ।   

 

উৎসবের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নাটক, সংগীত ও নৃত্য বিষয়ক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

 

বিবার্তা/লাভলু/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com