শিরোনাম
লকডাউনেও দাফতরিক কার্যক্রম চলবে জবিতে
প্রকাশ : ১৭ জুন ২০২১, ১৯:৫৭
লকডাউনেও দাফতরিক কার্যক্রম চলবে জবিতে
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বাস্থ্যবিধি পালন করে আগামী ১৫ জুলাই পর্যন্ত দাফতরিক কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত সময়ে চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর পরিবহন। এসময় শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭জুন থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও দফতরসমূহ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে অফিস সময়সূচি অনুযায়ী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে এবং যথারীতি সকল রুটে পরিবহন চলাচল করবে।


এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থাকারও নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।


বিবার্তা/আদনান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com