শিরোনাম
জবির শিক্ষক-কর্মচারীদের থাকতে হবে কর্মস্থলে
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ২১:২৯
জবির শিক্ষক-কর্মচারীদের থাকতে হবে কর্মস্থলে
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিনের জন্য লকডাউন (বিধিনিষেধ) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই প্রেক্ষিতে আট দিনের লকডাউন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও (জবি)। তবে এসময়ে জবির শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের থাকতে হবে কর্মস্থলে।


মঙ্গলবার (১৩ এপ্রিল) উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/দফতর বন্ধ থাকবে। এই সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে।


আরো বলা হয়, লকডাউন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেট এবং নিরাপত্তা) চালু থাকবে এবং সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালিত হবে।


বিষয়টি নিয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রৌকশলী ওহিদুজ্জামানকে ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।


প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার৷ গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ ১৩ দফা নির্দেশনাসহ লকডাউনের প্রজ্ঞাপন জারি করে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com