
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তত্ত্বাবধানে প্রযুক্তিবিদদের সর্ববৃহৎ পেশাজীবী সংস্থা 'দ্য ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারস (আইইইই)' এর শিক্ষার্থী কেন্দ্রিক শাখা 'আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ কুমিল্লা ইউনিভার্সিটি' উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল ৮ই এপ্রিল (বৃহস্পতিবার) ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধোধন করা হবে।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান পার্থ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুবির ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, ড. আতিকুর রহমান আহাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সজীব সাহা ও ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক ড. খন্দকার হাবিবুল কবির।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ এর সম্পাদনায় রিসার্চ মেথডোলজি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, গত ১লা মার্চ ২০২১ তারিখে অফিসিয়ালি অনুমোদন পায় আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ কুমিল্লা ইউনিভার্সিটি।
বিবার্তা/বিশাল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]