শিরোনাম
ঢাবির বিভিন্ন স্থাপনা পুন:নামকরণ নিয়ে ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২১, ১৯:১৭
ঢাবির বিভিন্ন স্থাপনা পুন:নামকরণ নিয়ে ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পুন:নামকরণে মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নাম অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক।


বিবৃতি দাতারা হলেন, আবদুল গাফফার চৌধুরী, হাসান আজিজুল হক, শামসুজ্জামান খান, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, আবদুস সেলিম, নাসির উদ্দীন ইউসুফ ও আবেদ খান।


মঙ্গলবার (৬ এপ্রিল) নাসির উদ্দীন ইউসুফ প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পত্রিকান্তরে প্রকাশিত খবর থেকে আমরা জানতে পেরেছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য মেডিকেল সেন্টার অর্থ প্রদানের বিনিময়ে দেশের একজন ব্যবসায়ীর নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিন্ডিকেট সভায় এ-বিষয়ে প্রতিবাদ উত্থাপিত হলে সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তারপরও উপাচার্য ড. আখতারুজ্জামানের দপ্তর থেকে প্রশাসনিক অনুমোদন জানিয়ে উক্ত ব্যবসায়ীকে সম্মতিপত্র দেয়া হয়েছে।


আমরা এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এবং বিষয়টির প্রতি সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে সিন্ডিকেট সভায় এর যথাযোগ্য নিষ্পত্তি আমরা কামনা করি।


আমাদের প্রত্যাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষে নির্মিতব্য বিভিন্ন স্থাপনা একাত্তরের শহীদ অধ্যাপক-কর্মকর্তাদের নামে করা হোক এবং বিশেষভাবে মেডিকেল সেন্টার শহীদ ডাক্তার মোহাম্মদ মোর্তজার নামাঙ্কিত করে মহিমান্বিত করা হোক।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com