শিরোনাম
১৮ এপ্রিল পর্যন্ত জাবিতে দাফতরিক কার্যক্রম বন্ধ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ০৯:৩৭
১৮ এপ্রিল পর্যন্ত জাবিতে দাফতরিক কার্যক্রম বন্ধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সব ধরনের দাফতরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনলাইনে সম্ভাব্য কার্যক্রম চালু থাকবে।


শুক্রবার (২ এপ্রিল) সকালে সিন্ডিকেটের জরুরি বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন।


তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব কার্যক্রম সশরীরে চলছে তা আগামী সোমবার থেকে অনলাইনে চলবে। অফিস বন্ধ থাকার কারণে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য জরুরি পরিষেবাগুলো চালু থাকবে।


এই সময়ের মধ্যে ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকার পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিতদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ক্যাম্পাসে একসঙ্গে একাধিক ব্যক্তি বা বহিরাগতদের চলাচল সীমিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানান তিনি।


উল্লেখ্য,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে সপ্তাহে একদিন অন্তর তিন দিন করে অফিস চালু ছিল।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com