শিরোনাম
কুবির কর্মকর্তা পরিষদের নির্বাচন চলছে
প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৫:০৯
কুবির কর্মকর্তা পরিষদের নির্বাচন চলছে
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা পরিষদের নির্বাচনের ভোট গ্রহন প্রক্রিয়া চলমান রয়েছে।


বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এ নির্বাচনে ৯টি পদে দুই প্যানেল থেকে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নুরুল-লতিফ পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল করিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ আবদুল লতিফ।


অন্যদিকে তাহের-জাকির পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন সহকারী রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন।


প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুল আলম এ নির্বাচন সম্পর্কে বলেন, 'আমরা নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রয়েছে।'


এছাড়া নির্বাচন কমিশনার মোহাম্মদ এমদাদুল হক বলেন, 'আমরা খুবই শৃংখলভাবে ভোট গ্রহন প্রক্রিয়া চালাচ্ছি। এখন পর্যন্ত ভোটাররা ক্রমাগত ভোট দিয়ে যাচ্ছে। আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।'


বিবার্তা/বিশাল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com