শিরোনাম
ইবিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ১৪:৫০
ইবিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।


এসময় ভিসির সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান উপস্থিত ছিলেন। পরে ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।


এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ‘মুক্তির আহবান’ ম্যুরালেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


এর আগে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, হলসমূহ এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রচারিত হচ্ছে।


বিবার্তা/জায়িম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com