
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে আগামী ৮ জুন। এবারও এসএসসি ও এইচএসসিতে পাওয়া জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ জুলাই থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এছাড়া, প্রফেশনাল কোর্সের প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১২ আগস্ট।
করোনা মহামারির কারণে সৃষ্ট ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
বিবার্তা/আদনান/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]