শিরোনাম
জাবির সব হলে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪
জাবির সব হলে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্দেশ অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোর তালা ভেঙ্গে উঠা শিক্ষার্থীরা অবশেষে চলে গেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করে চলে যান। পরে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল হলে তালা ঝুলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান।


এদিকে ক্যাম্পাসে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় আশুলিয়ার গেরুয়া এলাকার প্রায় ২৫০ জন অজ্ঞাত ব্যক্তির নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ক্যাম্পাস কর্তৃপক্ষ। এঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে গেরুয়া এলাকায় পুরুষ শুন্য হয়ে পড়েছে।


শিক্ষার্থীরা জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত ১৯ ফেব্রæয়ারি আশুলিয়ার গেরুয়া এলাকায় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এসময় অন্তত ৪০ জন আহত হয়। ভাঙচুর করা হয় চারটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি দোকানপাট। এঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছিলো।


বিবার্তা/শরীফুল/এসএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com