শিরোনাম
করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ১৩:৫২
করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারুফ হোসেন মিনা নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের (৪৪তম ব্যাচ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


শনিবার (২৩ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মারুফ বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র ছিলেন।


তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মারুফ পরিবারের বড় ছেলে।


মারুফের সহপাঠীরা জানান, প্রচণ্ড পেট ব্যাথা ও জ্বরের কারণে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে মারুফকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন বিকেলে তাকে বোনের বাসায় পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা পজিটিভ আসে। সেদিন রাতেই তার মৃত্যু হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com