শিরোনাম
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের অর্থ উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:৪১
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের অর্থ উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের অর্থ উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অর্থ উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।


প্রথম সভায় উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির অর্থ উপ-কমিটির সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক ড. কাজী মোঃ নাসির উদ্দীন।


গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় মোট ২০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com