শিরোনাম
বঙ্গবন্ধু ম্যারাথনে প্রথম ঢাবি ছাত্রী
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ১৬:৩৭
বঙ্গবন্ধু ম্যারাথনে প্রথম ঢাবি ছাত্রী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার বার্ষিকীতে (১০ জানুয়ারি) রাজধানীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে’ অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের এমবিএর ছাত্রী হামিদা আক্তার জেবা বাংলাদেশী মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন।


সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি ও ঢাবি শিক্ষক সামিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং ঢাবি শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও এশিয়ান এ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় ১৭টি দেশ অংশগ্রহণ করে। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল পর্যন্ত ৪২.১৯৫ কিলোমিটার ম্যারাথনে হামিদা আক্তার জেবা বাংলাদেশী মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেলসহ প্রাইজ মানি হিসেবে ৫ লক্ষ টাকা পুরস্কার পান।


বিবার্তা/রাসেল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com