শিরোনাম
ইবিতে ‘ইসলামের দৃষ্টিতে কূটনীতি’ বিষয়ক সেমিনার
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১৫:৩০
ইবিতে ‘ইসলামের দৃষ্টিতে কূটনীতি’ বিষয়ক সেমিনার
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কূটনৈতিক অধিকার: ইসলামী দৃষ্টিকোণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এ সেমিনারের আয়োজন করে।


সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ও বিশেষ অতিথি হিসেবে পিএইচডি তত্তাবধায়ক বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ড. আকতার হোসেন ও সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন আল হাদিস আন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল-মামুন। তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শিক্ষকতা করছেন।


গবেষণাপত্রে তিনি মানবরচিত আইনের মধ্যকার কূটনীতির সাথে ইসলাম প্রদত্ত কূটনীতির সাদৃশ্য-বৈসাদৃশ্য ও ইসলামী কূটনীতির কল্যাণকর দিকগুলো সম্পর্কে আলোকপাত করেন।


বিবার্তা/জায়িম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com