শিরোনাম
আবারো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১৬:৩০
আবারো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়তে পরে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। শনিবার (৯ জানুয়ারি) তিনি এ তথ্য জানিয়েছেন।


জাকির হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছুটি বাড়তে পারে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।


এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো ১৫ দিন থেকে এক মাস বাড়তে পারে। দু-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com