শিরোনাম
চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনে কুবি শিক্ষার্থীরা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:১৫
চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনে কুবি শিক্ষার্থীরা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।


বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। ১০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার তারিখ দেয়া এবং ৩ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে আসতে হবে, নাহলে লাগাতার কর্মসূচি চলতে থাকবে বলে বলে জানান তারা।


এসময় শিক্ষার্থীরা বলেন, সবকিছুই তো খোলা আছে তবে পরীক্ষার হল কেন বন্ধ থাকবে? আমাদের পরীক্ষা নিতে হবে নাহয় আরো কঠোর আন্দোলনে যাব আমরা।


বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, আমাদের অনার্স শেষ হওয়ার কথা ২০১৯ সালে। যদি যথাসময়ে শিক্ষা কার্যক্রম শেষ হতো তবে আমরা বিভিন্ন চাকরির নিয়োগ ও ৪১ তম বিসিএসে এপ্লাই করতে পারতাম। কিন্তু প্রশাসনের হেলাফেলায় আমরা এখন ৪৩ তম বিসিএসেও এপ্লাই করতে পারব কি-না সেটা নিয়ে শঙ্কায় আছি।


বিক্ষোভ কর্মসূচি চলাকালে কুবি রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের (ভারপ্রাপ্ত) শিক্ষার্থীদের শীঘ্রই চূড়ান্ত পরীক্ষা নেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আমাদের ভিসি স্যার স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেয়ার ব্যাপারে ইউজিসি থেকে মৌখিক সম্মতি এনেছে। আজ সকাল থেকেই উপাচার্যের নির্দেশনায় আমরা পরীক্ষার রুটিন তৈরিসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছি। শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এছাড়াও তিনি শিক্ষার্থীদের সাথে উপাচার্যকে ফোনের মাধ্যমের কথা বলিয়ে দেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ইউজিসির সভায় এ নিয়ে আলোচনা করেছি। সকল উপাচার্যগণই দ্রুত পরীক্ষা নেয়ার ব্যাপারে একমত হয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটিকে রুটিন তৈরিসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে বলেছি। সিদ্ধান্ত আসলেই দ্রুত পরীক্ষা নিব।


এরপর উপাচার্যের আশ্বাসে সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ মিছিল স্থগিত করে শিক্ষার্থীরা।


উল্লেখ্য, এর আগেও শিক্ষার্থীরা ২৫ নভেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করে এবং কুবি উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করে।


বিবার্তা/বিশাল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com