শিরোনাম
জবিতে প্যাথলজি ল্যাব তৈরি কাজের উদ্বোধন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ২০:৫৯
জবিতে প্যাথলজি ল্যাব তৈরি কাজের উদ্বোধন
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় সম্প্রসারিত মেডিকেল সেন্টারে প্যাথলজি ল্যাব তৈরির কাজ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।


বৃহস্পতিবার ১২ শয্যাসহ এই প্যাথলজি ল্যাব তৈরি কাজের উদ্বোধনকালে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মেডিকেল সেন্টার সম্প্রসারণ ও প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা এখানে প্রাথমিক চিকিৎসার সকল সুবিধা পাবে।


প্যাথলজিক্যাল সেবার মধ্যে ইসিজি, ব্লাড টেস্টসহ নানাবিধ পরীক্ষার মেশিন স্থাপন করা হবে। এছাড়াও একটি আইসিউয়ের আদলে এসি কক্ষ স্থাপন করা হবে।


এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com