শিরোনাম
ঢাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
প্রকাশ : ১৬ জুলাই ২০২০, ১৬:৩১
ঢাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে পদার্পন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ৫-১১ জুলাই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।


বিভিন্ন বিভাগে অধ্যায়ণরত প্রায় ৪০ জন বৃত্তিধারী শিক্ষার্থী করোনা ভাইরাস জনিত মহামারীর সময় তাদের নিজ নিজ এলাকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে। প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে তিনটি ভিন্ন প্রজাতির উদ্ভিদ চারা রোপন করে।


এ ব্যাপারে নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, এনইএফ বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ। তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উক্ত তিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনাকে বৃক্ষ রোপনের মাধ্যমে স্মরণীয় করে রাখা গৌরবের বিষয়।


তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণ সাধারণ মানুষকেও পরিবেশ সম্পর্কে সচেতন এবং সংবেদনশীল করে তুলবে।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com