শিরোনাম
বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১২ জুলাই ২০২০, ১৮:৩০
বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন ইসলাম মিথুন।


রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ওই ঘটনাটি ঘটে। মিথুন বগুড়া জেলার গাবতলী উপজেলার চকসাদু গ্রামের মো. মোজাম হোসেনের ছোট ছেলে।


মিথুনের বড় ভাই সাদেকুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়, লকডাউনে মিথুন ও তার মা তার বোনের বাসা মানিকগঞ্জে অবস্থান করছিলেন। রবিবার সকালে তার মা বিদ্যুৎস্পৃষ্ট হলে, মিথুন মাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় মিথুনের মা বেঁচে গেছেন বলে জানান তার ভাই।


এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মিথুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থীরা।


বিবার্তা/রাকিবুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com