শিরোনাম
এসএসসির ফল জানতে এখনই যা করতে হবে
প্রকাশ : ২০ মে ২০২০, ২০:১৮
এসএসসির ফল জানতে এখনই যা করতে হবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদের পর যে কোনো সময় প্রকাশ করা হবে মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল। এবার অনলাইনে ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা আগে রেজিস্ট্রেশন করে রাখলে ফল প্রকাশের দিন এসএমএসের মাধ্যমে তাদের মোবাইলে ফল চলে যাবে।


বুধবার (২০ মে) ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে। নির্দেশনাটিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের স্বাক্ষর রয়েছে।তিনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।


এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে এ বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। এ মহামারিকালে সংশ্লিষ্ট সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার আলোকে ফল সংগ্রহ করতে হবে। এ বছর এসএসসির ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হয়া যাবে না।


যারা এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে তাদের ফলাফল পৌঁছে যাবে।এছাড়া নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফলাফল জানাতে পারবেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com