শিরোনাম
পরিবারের ৪ সদস্যসহ করোনায় আক্রান্ত নোবিপ্রবি শিক্ষার্থী
প্রকাশ : ১৪ মে ২০২০, ২১:০৩
পরিবারের ৪ সদস্যসহ করোনায় আক্রান্ত নোবিপ্রবি শিক্ষার্থী
নোবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন বাবা-মা, ছোটভাই ও ভাবিসহ করোনায় আক্রান্ত হয়েছেন।


বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মোবারক হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তার বাড়ি।


মোবারক হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২ মে থেকে তার বড় ভাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন তার বড় ভাই। এরপর নমুনা পাঠানো হয় চট্টগ্রামে।


মোবারকের বড় ভাই করোনা আক্রান্ত হয়ে সুস্থও হয়ে উঠেন। কিন্তু ফলাফল দেরিতে আসায় এরইমধ্যে তিনি পরিবারের অন্য সদস্যদের সাথে মেলামেশার ফলে তার থেকে পরিবারের সকলের মাঝে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এর জন্য মোবারক স্বাস্থ্য বিভাগের অবহেলাকেও দায়ী করেন।


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, আমরা নিয়মিত মোবারকের পরিবারের খোঁজখবর নিচ্ছি, দিক নির্দেশনা দিচ্ছি। দোয়া করছি যেন মোবারকসহ তার পরিবারের সবাই সুস্থ হয়ে উঠে।


বিবার্তা/ইতি/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com