শিরোনাম
বৈশাখ উদযাপনের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছে ঢাবি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৬:০৭
বৈশাখ উদযাপনের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছে ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলা নববর্ষ পহেলা বৈশাখের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলগুলোর আপ্যায়ন বাবদ বরাদ্দ থাকা ৫৪ লাখ টাকা দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।


বুধবার (৮ এপ্রিল) ডাকসু’র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আহবানের পরিপ্রেক্ষিতে নববর্ষের জন্য বরাদ্দকৃত হলগুলোর আপ্যায়ন বাবদ অর্থ অসহায় মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।


তিনি আরো বলেন, আমরা ডাকসুর পক্ষ থেকে আহবান করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই এটা হস্তান্তর করা হবে। বরাদ্দকৃত অর্থ প্রায় ৫৪ লাখ টাকা বলেও জানান তিনি।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com