শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৭:৪৭
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে ধাপে ধাপে এ ছুটি আরো বাড়তে পারে।


মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আমরা ধাপে ধাপে পরিস্থিতি অনুযায়ী ছুটি বাড়াব। যেহেতু ৯ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া আছে তাই ৭-৮ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব। তবে একেবারে ঈদ পর্যন্ত ছুটি হচ্ছে না। বাড়লেও সেটি ধাপে ধাপে পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে।


অনেকেই বলছেন এ ছুটি ঈদুল ফিতর পর্যন্ত বাড়তে পারে। তবে দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এখনই ঈদ পর্যন্ত ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com