শিরোনাম
করোনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৮:০৮
করোনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস । এই ভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন এবং মারা গেছেন ৫ জন। এছাড়াও করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।


এদিকে, করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।


শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।


এর আগে, করোনা সতর্কতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com