শিরোনাম
দিনে ১০০ জন শ্রমিককে নিত্যপণ্য দিচ্ছেন ডাকসু নেতা সৈকত
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৫:৪০
দিনে ১০০ জন শ্রমিককে নিত্যপণ্য দিচ্ছেন ডাকসু নেতা সৈকত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশব্যাপী করোনার ছোবলে বন্ধ হয়ে গেছে প্রায় সব ধরনের শ্রমজীবী মানুষের আয়ের উৎস। দেশের এ সংকট মূহুর্তে প্রতিদিন ১০০ জন শ্রমজীবী মানুষকে নিত্যপণ্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত।


বন্ধু ও বড় ভাইদের সহযোগিতায়, গত ২৪ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন স্পটে নিত্যপণ্য বিতরণের এ স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করেন তিনি।


শনিবার (২৮ মার্চ) দুপুরে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত বিবার্তাকে বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবী সাধারণ মানুষ। রাজধানী ঢাকা শহরও লকডাউন হওয়ায় এখানের খেটে-খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে অসহায়ত্ব। এ পরিস্থিতিতে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি।


তানভীর হাসান সৈকতের স্বেচ্ছাসেবী কার্যক্রম...


তিনি বলেন, গত পাঁচদিন ধরে দুই শিফটে শ্রমজীবী মানুষের সহায়তা করেছি। এরমধ্যে প্রতিদিন দুপুরে শ্রমজীবী ১০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছি। আজকেও আমরা ধানমন্ডিতে এ কাজ করেছি। আর প্রতিদিন রাতে রান্না করে ২০০ শ্রমজীবী পরিবারকে খাওয়াচ্ছি।


ডাকসুর এ সদস্য বলেন, এ দুর্যোগে আমাদের সবাইকে সাধ্যমত শ্রমজীবী খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত প্রচেষ্টায় পারে এ অসহায় মানুষদের বাঁচাতে।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com