শিরোনাম
জাবি ছাত্রলীগের উদ্যোগে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৭:০৯
জাবি ছাত্রলীগের উদ্যোগে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ও সচেতনতা তৈরি করতে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরী গেইট), জয়বাংলা (প্রান্তিক) গেইট, নিকটস্থ গেরুয়া ও ইসলামনগর এলাকায় রিকশাচালক, দিনমজুর ও নিরাপত্তারক্ষীদের মাঝে ২০০ হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন নেতাকর্মীরা।


এ বিষয়ে শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন বলেন, বৈশ্বিক প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সচেতনতা গড়ে তুলতে আমরা এ ধরণের উদ্যোগ নিয়েছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুপ্রেরণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি কর্মী অসহায় খেটে খাওয়া মানুষের পাশে রয়েছে। আমাদের এ ধরণের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।


ছাত্রলীগের নেতা-কর্মীরা কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারের গৃহীত পদক্ষেপ মেনে চলার জন্য অনুরোধ জানান।


এসময় শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম সৈকত, তানজিলুল ইসলাম এবং হাবিবুর রহমান লিটনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শিহাব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com