শিরোনাম
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১০০ পাউন্ড কেক কাটবে ঢাবি
প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ২১:৩০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১০০ পাউন্ড কেক কাটবে ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।


সোমবার ( ১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি সম্পর্কে জানানো হয়।


কর্মসূচি অনুযায়ী ঐদিন সকাল ৭:০০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য ভবনে জমায়েত হয়ে সেখান থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।


সকাল ১১:০০টায় উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভার শুরুতে ঢাবি সংগীত বিভাগের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন ও ফেস্টুনসহ ১০০ বেলুন উড়ানো হবে। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১০০ পাউন্ডের কেক কাটা হবে।


এছাড়া, দুপুর ১২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও হোস্টেলসমূহে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।


বিবার্তা/রাসেল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com