শিরোনাম
করোনা আতঙ্কে রাবি ও জাবি বন্ধ ঘোষণা
প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ১৭:২৭
করোনা আতঙ্কে রাবি ও জাবি বন্ধ ঘোষণা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা আতঙ্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।


সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশেও পাঁচ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস। তাই করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


এদিকে করোনাভাইরাসের সংক্রমণরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও (জাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।


শিক্ষার্থীদের ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে হল খালি করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় অফিস বন্ধ থাকবে ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। তবে এ সময় সব জরুরি সেবা চালু থাকবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com