শিরোনাম
করোনাভাইরাস: ঢাবি বন্ধের আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৮:৩৩
করোনাভাইরাস: ঢাবি বন্ধের আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাময়িক বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।


রবিবার (১৫ মার্চ) বিকালে সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেশের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সাময়িকভাবে বন্ধ করার বিষয়ে একটি সম্মিলিত জনমত সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা অথবা গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের পূর্বে কার্যকর করে শিক্ষার্থীদের অতিসত্তর হল ত্যাগের নির্দেশ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনুরোধ জানাচ্ছে।


এরআগে এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।


বিবার্তা/রাসেল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com