শিরোনাম
করোনাভাইরাস: ঢাবি বন্ধসহ ৫ দাবিতে ডাকসুর স্মারকলিপি
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৭:৪৪
করোনাভাইরাস: ঢাবি বন্ধসহ ৫ দাবিতে ডাকসুর স্মারকলিপি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাময়িক বন্ধ করাসহ ৫ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু।


রবিবার (১৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকসুর সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে স্মারকলিপি দেন ডাকসু নেতারা।


এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আরিফ ইবনে আলী,সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন, ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, ছাত্র পরিবহন সম্পাদক মো. শামস-ঈ-নোমান, ডাকসুর সদস্য



মো. রকিবুল ইসলাম, মো. তানভীর হাসান সৈকত, তিলোত্তমা শিকদার, রাইসা নাসের, মো. রাকিবুল হাসান, নজরুল ইসলাম, ফরিদা পারভীন, মাহমুদুল হাসান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম।


স্মারকলিপিতে উল্লেখিত ডাকসুর ৫ দফা দাবি হলো:


১. বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ করা কিংবা গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা।


২. বিশ্ববিদ্যালয় এলাকায় যে কোনো প্রকার রাজনৈতিক/ সামাজিক/ সাংস্কৃতিক সভা-সমাবেশ , উৎসব-অনুষ্ঠান পরিচালনা, সেমিনার, পুনর্মিলনী আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি স্থগিত ঘোষণা করা।


৩. আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার, হ্যাণ্ড ওয়াশ, সাবানের ব্যবস্থা করা। হলের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান। আবাসিক শিক্ষকদের প্রতিনিয়ত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়ার ব্যবস্থা করা।


৪. অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবেলায় এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে একটি আপৎকালীন মেডিকেল ইউনিট স্থাপন করা।


৫. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণজমায়েত ও গণপরিবহন নিয়ন্ত্রণ করা।


বিবার্তা/রাসেল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com