শিরোনাম
করোনাভাইরাস: ঢাবি বন্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৪:২০
করোনাভাইরাস: ঢাবি বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: মহিউদ্দিন রাসেল
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সচেতনতা বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের ১ম বর্ষের শিক্ষার্থীরা।


রবিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করেন তারা।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা ১ম বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন হলের গণরুমগুলোতে এক রুমে গাদাগাদি করে ২৫-৩০ জন পর্যন্ত থাকি। আমাদের গণরুম থেকে ক্লাসরুম পর্যন্ত সবজায়গায় জনসমাগম পোহাতে হয়। এ পরিস্থিতিতে আমাদের কারো করোনাভাইরাস হয়ে গেলে সবাই বিপদে পড়বে। তাই আমরা চাই, করোনাভাইরাসের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হোক।


তারা আরো বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী যে মহামারী আকার ধারণ করেছে তাতে আমাদের পরিবার আমাদের নিয়ে উদ্বিগ্ন। পরিবার আমাদের ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে যেতে বলছেন। কিন্তু আমাদের ক্লাস-পরীক্ষা আছে, আমরা কিভাবে বাড়ি চলে যাবো? তাই অবিলম্বে করোনার ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।


মানববন্ধনে তিন দফা দাবি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। সেগুলো হলো: অতিদ্রুত করোনাভাইরাস সনাক্তকরণে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা, করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়ে থাকলে তার সুচিকিৎসা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা। মানববন্ধন শেষে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রদান করেন তারা।


সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিবার্তাকে বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত নয়, সতর্ক ও সচেতন থাকতে হবে। আমরা হল প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। করোনা ঠেকাতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনায় সিদ্ধান্ত নেইনি।


বিবার্তা/ রাসেল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com