শিরোনাম
করোনাভাইরাস: ঢাবি বন্ধের দাবি, প্রশাসনের ‘না’
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১০:২৭
করোনাভাইরাস: ঢাবি বন্ধের দাবি, প্রশাসনের ‘না’
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে এক মহা আতঙ্কের নাম প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশেও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পর আবার দুইজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হওয়ায় মানুষের মাঝে বাড়তি আতঙ্ক বিরাজ করছে। ফলে এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ মতো, জনসমাগম এড়িয়ে চলতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তবে এ দাবিতে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে প্রশাসনের ইতিবাচক সাড়া না পাওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ। বিভাগগুলো হলো- অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি, প্রাণীবিদ্যা, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফলিত রসায়ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং।


শিক্ষার্থীরা বলছেন, করোনাভাইরাস যেহেতু সংক্রামক ভাইরাস। তাই জনসমাগম এড়িয়ে চলতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু আমরা ক্লাসে গেলে তো সেখানে জনসমাগম হয়। তাছাড়া ঢাবির গণরুমসহ আবাসিক অবস্থার যা পরিস্থিতি তাতে একজনের এ ভাইরাস হলে অতিদ্রুত এ ভাইরাস ছড়িয়ে পড়বে। কাজেই এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ দেয়া উচিত।


এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে প্রশাসনের সাড়া না পাওয়ায় এবার দাবি আদায়ে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন তারা। অনশনকারীরা হলেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের জুনাইদ হোসেন খান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়াসির আরাফাত ও কে এম তূর্য ৷ তাদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান নিয়েছেন আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সাফওয়ান চৌধুরী ৷ তারা সবাই তৃতীয় বর্ষে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয় বন্ধ না দেয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানান তারা।


সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিবার্তাকে বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত নয়, সতর্ক ও সচেতন থাকতে হবে। আমরা হল প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। করোনা ঠেকাতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনায় সিদ্ধান্ত নেইনি।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com