শিরোনাম
জাবিতে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশ : ১৪ মার্চ ২০২০, ১৯:৫৪
জাবিতে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুজিববর্ষ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় টিম লর্ডস পেন ফাইর্টাসের মুখোমুখি হয় স্প্যার্টাকাস একাদশ।


শনিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন খেলার মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন হল প্রাধ্যক্ষ ফরিদ আহমেদ।


উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। শান্তিপূর্ণভাবে যেন এই আয়োজন শেষ হয়।


খেলায় মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো-টুংগীপাড়া এক্সপ্রেস, গেরিলা, জয় বাংলা একাদশ, স্প্যার্টাকাস একাদশ, ফাইটার্স একাদশ, সুইসাইড স্কোয়াড, টিম লর্ডস পেন ফাইটার্স, ক্র্যাক প্লাটুন এবং বটতলা একাদশ।


উল্লেখ্য, এর আগে ৮ মার্চ শুক্রবার দিবাগত রাত ১০টায় হলের কমনরুমে টুনার্মেন্টের ‘খেলোয়াড় নিলাম’ উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমেদ। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রিত খেলোয়াড় ৪২ ব্যাচের জার্মান আলী প্রিন্স।


এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ জাবি শাখার সহ-সভাপতি মিজানুর রহমান, জহিরুল ইসলাম বাবু,বায়োজিদ রানা কলিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম সৈকত, তানজিলুল ইসলামসহ হলের বর্তমান শিক্ষার্থীবৃন্দ।


বিবার্তা/শিহাব/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com