শিরোনাম
করোনাভাইরাস: ঢাবির সকলকে সতর্ক হওয়ার আহ্বান
প্রকাশ : ১৩ মার্চ ২০২০, ১১:৫৯
করোনাভাইরাস: ঢাবির সকলকে সতর্ক হওয়ার আহ্বান
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল হলের আবাসিক/অনাবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


শুক্রবার ( ১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্যের সর্দি-কাশি, জ্বর, গলাব্যথাসহ কোনো উপসর্গ দেখা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণের জন্য বলা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার কর্তৃক প্রচারিত লিফলেটের পরামর্শ অনুসরণ করতেও বলা হয়েছে।


এছাড়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বা বিশ্ববিদ্যালয় পরিবারের কোন সদস্য বিদেশ থেকে আসার পর স্বত:প্রণোদিতভাবে পৃথকীকরণ নীতি অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/রাসেল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com