শিরোনাম
জা‌বি প্রেসক্লাবে 'অনুসন্ধানী সাংবা‌দিকতা' শীর্ষক কর্মশালা
প্রকাশ : ১১ মার্চ ২০২০, ২১:৪৪
জা‌বি প্রেসক্লাবে 'অনুসন্ধানী সাংবা‌দিকতা' শীর্ষক কর্মশালা
জা‌বি প্র‌তি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য় প্রেসক্লা‌বের আ‌য়োজ‌নে 'স্পটলাইট অন ইন‌ডেপথ জার্না‌লিজম' শীর্ষক কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে|


বুধবার বিকাল ৪টায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র শিক্ষক কে‌ন্দ্রের (টিএস‌সি) জা‌বি প্রেসক্লা‌বের কার্যাল‌য়ে এ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। কর্মশালায় বি‌ভিন্ন গণমাধ্য‌মে কর্মরত সংবাদকর্মী সহ বিশ্ব‌বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ ক‌রেন।


কর্মশালায় আ‌লোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন যমুনা টে‌লি‌ভিশ‌নের স্টাফ রি‌পোর্টার (টিম ৩৬০°) রায়হান ফের‌দৌস। প্র‌শিক্ষণ প‌র্বে তি‌নি অনুসন্ধানী সাংবা‌দিকতার বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন।


অনুসন্ধানী সাংবা‌দিকতার গুরুত্ব, সংবাদ সংগ্র‌হে ঝুঁ‌কি, সাংবাদিকতায় সোর্স বি‌ল্ডিং ও তথ্য সংগ্রহ, সংবা‌দে সামা‌জিক ও রাজ‌নৈ‌তিক প্রভাব, ‌নিরাপত্তাসহ বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন। এসময় তি‌নি সমাজ সংস্কার ও অপরাধ নির্মূ‌লে সাংবা‌দিক‌দের স‌চেতনভা‌বে এ‌গি‌য়ে আসার আহ্বান জানান।


এসময় জা‌বি প্রেসক্লা‌বের সভাপতি মো. মূসা ব‌লেন, 'সাংবা‌দিকরা গণমাধ্য‌মের সাহায্যে সমা‌জের অসংগ‌তি তু‌লে ধ‌রেন। মহৎ কাজ হলেও এর জন্য কৌশল অবলম্বন ও ঝুঁ‌কি মোকা‌বেলা অত্যন্ত জরুরি।'


এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জা‌বি প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক রাইয়ান বিন আ‌মিন, যুগ্ম সম্পাদক রায়হান চৌধু‌রী, সাংগঠ‌নিক সম্পাদক অ‌রিত্র দাস, দপ্তর সম্পাদক হাসান তান‌ভির সহ জা‌বি প্রেসক্লা‌বের অন্যান্য সদস্যরা।


বিবার্তা/শিহাব/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com