শিরোনাম
বেরোবি প্রশাসনে নতুন তিন শিক্ষক নিয়োগ
প্রকাশ : ১১ মার্চ ২০২০, ১৯:৩৪
বেরোবি প্রশাসনে নতুন তিন শিক্ষক নিয়োগ
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনে যুক্ত হয়েছেন নতুন তিন শিক্ষক। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আয়শা ছিদ্দিকা ও একই হলের সহকারী প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: নাজমুল হক।


উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত পৃথক আদেশে এ নিয়োগ দেয়া হয়। তাদের নিয়োগ আদেশ ১০ মার্চ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। গত মঙ্গলবার আচার্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় এ পদদুটি শূন্য হয়।


বিবার্তা/শিপন/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com