শিরোনাম
গুচ্ছ ভর্তি পরীক্ষা চায় না জবি শিক্ষক সমিতি
প্রকাশ : ১০ মার্চ ২০২০, ২১:৩৬
গুচ্ছ ভর্তি পরীক্ষা চায় না জবি শিক্ষক সমিতি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি।


সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছ পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নেন শিক্ষকরা। তবে মঙ্গলবার (১০ মার্চ) সাধারণ সভায় উপস্থিত একাধিক শিক্ষক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিক্ষক সমিতি সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে একাডেমিক কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তারা।


সাধারণ সভায় গুচ্ছ পদ্ধতি নিয়ে সিদ্ধান্তের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ বলেন, ‘গুচ্ছ পদ্ধতি নিয়ে সিদ্ধান্তের বিষয়ে আমি এখনই কিছু বলতে চাই না। আমি চাই আমার সহকর্মীরা আমার মাধ্যমেই বিষয়টি জানুক, অন্য কোনো মাধ্যমে নয়। আমরা আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবো।’


সাধারণ সভায় উপস্থিত থাকা অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আইনুল হোসেন বলেন, ‘আমরা কাল শিক্ষক সমিতিতে সিদ্ধান্ত নিয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতির পক্ষে না। যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে না, তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থাকার বিষয়ে আমাদের মত নেই।’


সাবেক ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর বলেন, ‘শিক্ষক সমিতি শুধু দাবি জানাতে পারে। এ বিষয়ে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হবে। শিক্ষক সমিতিতে একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় রাজি ছিলাম। গুচ্ছ পদ্ধতিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দুটো ভাগে ভাগ হয়ে গেলো, এতে মনে হচ্ছে যারা আসেননি, তারা এ ক্যাটাগরির, বাকিরা বি ক্যাটাগরির। এতে অভিভাবক-শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে না, সবাই না আসায় আমরা সফল হতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একাডেমিক কাউন্সিলের।’


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com