শিরোনাম
জবিরঙ্গের নাটক প্রদর্শনী পাহাড় চূড়ায়
প্রকাশ : ০১ মার্চ ২০২০, ২০:৪৯
জবিরঙ্গের নাটক প্রদর্শনী পাহাড় চূড়ায়
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রঙ্গভূমির (জবিরঙ্গ) ‘চিড়িয়াখানার গল্প’ নাটকের ৪র্থ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


সকল পর্যটক ও সাধারণ মানুষদের জন্য পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তারা নাকটটি প্রদর্শন করে।


জানা গেছে, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় তারা পরিষ্কার অভিযান পরিচালনা করে এবং ‘চিড়িয়াখানার গল্প’ নাটকের মাধ্যমে মানুষদের কাছে প্লাস্টিক-পলিথিন ব্যবহারে সীমিত থাকা এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার ব্যাপারে জনসচেতনা সৃষ্টিতে ব্যাতিক্রমধর্মী নাটক প্রদর্শনী করে।


নাটকটি রচনা করেছেন, আমেরিকান বিখ্যাত নাট্যকার এডওয়ার্ড এলবি, অনুবাদ করেছেন-কাজী মোস্তাইন বিল্লাহ। নাটকটির নির্দেশনায় ছিলেন মাসফিকুল হাসান টনি।


পিটার ও জেরি দুটি চরিত্রে অভিনয় করেছেনন, আরিফুর রহমান ও সোলয়ায়মান খান আপন। নাটকটির আলোক পরিকল্পনা করেছেন আহসান হাবিব বিপু। সঙ্গীত পরিকল্পনায় ছিলেন মামদুদুর রহমান মুক্ত, পোশাক পরিকল্পনায় ছিলেন শ্রেয়শ্রী সরকার।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com