শিরোনাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ০১ মার্চ ২০২০, ১৭:২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক-প্রশাসন বিভাগের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালযের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের করিডোরে এ উৎসবের আয়োজন করা হয়।


এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।


উৎসবে হৃদয়হরণ, বিবিখানা, পাটিসাপটা, দুধপুলি, গোলাপ, বরফি, নকশি, পাকান, ভাপাপুলি, মাছপিঠা, ব্যান্ডপিঠা, পাঁচতারা, জর্দারবরফি,চিংড়ি, দুধচিতই ও খেজুর পিঠাসহ প্রায় ১০১ রকমের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়।


এছাড়া উৎসবে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, আগামী ৩ মার্চ লোক প্রশাসন দিবস পালিত হবে। এ উপলক্ষে ৪ দিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে লোক প্রশাসন বিভাগ। কর্মসূচির তৃতীয় দিনে এ পিঠা উৎসবের আয়োজন করা হবে। গত বছর থেকে ৩ মার্চ লোক ‘প্রশাসন দিবস’ পালন করে আসছে বিভাগটি।


বিবার্তা/ জায়িম/ মহিউদ্দিন/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com