শিরোনাম
বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না: অর্থমন্ত্রী
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮
বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না: অর্থমন্ত্রী
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাঙালি জাতির মৃত্যু নেই। বাঁশ লাঠি নিয়ে এই জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তবুও আত্মবিশ্বাসের জোরে আমরাই বিজয়ী। তবে এর পেছনে সবথেকে বড় অবদান রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আল্লাহর অশেষ রহমত বঙ্গবন্ধু বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না।’


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বরণ ও পুনর্মিলনী-২০২০ এর অনুষ্ঠানে তিনি একথা বলেন।


এসময় তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘অর্থাভাবে ঠিক মত লেখাপড়া করতে পারিনি। মাধ্যমিক পর্যায়ে তিনবার আমার নাম কাটা যায়। তবুও আজ আমি বাংলাদেশের মত একটা দেশের অর্থমন্ত্রী। আমার সততা আর নিষ্ঠার জন্য আজ আল্লাহ আমাকে এতকিছু দিয়েছেন। আমি আশা করবো আপনারা সবাই সর্বদা সত্যের পথে থেকে দেশের জন্য কাজ করবেন।’


অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সবারই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। অন্যথায় আমাদের উন্নয়ন সম্ভব নয়।’


এছাড়াও এসময় তিনি দেশের উন্নতির জন্য সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার জন্য আহবান জানান।


এসময় কুমিল্লা জেলা সমিতির পক্ষ থেকে অর্থমন্ত্রীকে কৃতি সম্মাননা প্রদান করা হয়।


এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, গনিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, শের- ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূর মো. রহমতুল্লাহ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর হাসান ভূঁইয়া, কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. সাইদুর রহমান রাফি ও সাধারণ সম্পাদক সামিন ইয়াসির শাকিল।


বিবার্তা/শিহাব উদ্দিন/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com