শিরোনাম
৭৫ মাসেও জবির হল নির্মাণ শেষ হয়নি!
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৯
৭৫ মাসেও জবির হল নির্মাণ শেষ হয়নি!
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।হলের কাজ শেষ করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদফতরকে (ইইডি) এক মাসের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে করেন শিক্ষার্থীরা।


মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় সাধারণ শিক্ষার্থীরা জানান, দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে মুক্তি পেতে ২০১২ সালে শুরু হয় জবির ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নির্মাণ কাজ।৩৩ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে তা বিভিন্ন কারণে দফায় দফায় পিছিয়ে ৭৫ মাসেও শেষ হয়নি।


তারা আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও আমাদের কোনো আবাসন ব্যবস্থা নাই। ছাত্রী হল নির্মাণ কাজ শুরুর ৮ বছর হতে চলছে অথচ আমরা আজও হল পাইনি।


উল্লেখ্য, ছাত্রীহলের নির্মাণ কাজ গত বছর জুনে শেষ করার মেয়াদ থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে হল বুঝিয়ে দিতে পারেনি শিক্ষা অধিদফতর।


বিবার্তা/আদনান/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com