শিরোনাম
শিক্ষার উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৯
শিক্ষার উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: শিক্ষামন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের শিক্ষার উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এডুকেশন ট্রাস্ট ইউ কে এর বার্ষিক বৃত্তি বিতরণ-২০২০ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। সোনার মানুষ গড়তে সততা নৈতিকতা সাহসিকতা ও পরোপকারী হতে হবে। শিক্ষার্থীদর শুধু জিপিএ ফাইভ এর পেছনে দৌঁড়ালে হবেনা, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাহিত্যে মনোনিবেশ করতে হবে। তাছাড়া আধুনিক বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে।


তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের কোচিং বাণিজ্য থেকে দূরে থাকতে হবে। নিজের কোচিং এ না পড়লে শিক্ষার্থীদের ফেল করে দিবেন না। আর্থিক সুবিধা নিয়ে তাদের কে নোটবই কিনতে বাধ্য করবেন না। সহায়ক বই পড়াতে পারেন তবে তা হতে হবে সরকার অনুমোদিত। শিক্ষকদের উচিৎ হবে নিজের দায়িত্ব সম্পর্কে আরো যত্নবান হওয়া। দেশের শিক্ষা উন্নয়নে সরকার যতেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে একটা দেশের সামগ্রীক উন্নয়ন করেত সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।


ট্রাস্টের চেয়ারপার্সন রবিন পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক গণ পরিষদ সদস্য ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লুৎফুর রহমান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ, মোকাব্বির খান, গাজী শাহনেওয়াজ (মিলাদ গাজী), সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পুলিশের এসপি ফরিদ উদ্দিন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com