শিরোনাম
বেরোবিতে উপাচার্যের হাজিরা তালিকা প্রকাশ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৬
বেরোবিতে উপাচার্যের হাজিরা তালিকা প্রকাশ
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর ধারাবাহিকভাবে ক্যাম্পাসে অনুপস্থিতির তালিকা ও উপস্থিতির তালিকা উম্মুক্ত বোর্ড আকারে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে হোয়াইট বোর্ডে প্রকাশ করে অধিকার সুরক্ষা পরিষদ। এতে দেখা যায় ‍উপাচার্য যোগদানের পর ৯৭৯ দিনের মধ্যে ৭৫২ দিন অনুপস্থিত ছিলেন। এখন থেকে নিয়মিত হাজিরা বোর্ড আপডেটের মাধ্যমে উপচার্যের উপস্থিতির বিষয়টি সকলের সামনে উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সংগঠন সংশ্লিষ্টরা।


অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ ঘোষণা দিয়েই ক্যাম্পাসে দিনের পর দিন অনুপস্থিত থাকেন। একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য এমন কি এমন কোনো আইন আছে যে তিনি দিনের পর দিন ধারাবাহিকভাবে ক্যাম্পাসে অনুপস্থিত থাকবেন? আমরা তারই প্রতিবাদে অনুপস্থিতির তালিকা অবমুক্ত করলাম এখন সবাই দেখতে পারবে তাঁর অবস্থান।


এসময় অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবির সুমন, অর্থনীতি বিভাগের সহকরী অধ্যাপক বেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শিপন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com