শিরোনাম
সকল নিয়োগে আবেদন ফি কমানোর দাবি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১২:০০
সকল নিয়োগে আবেদন ফি কমানোর দাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের সকল নিয়োগে চাকরির আবেদন ফি কমানোর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।


বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানায়। এর আগে এদিন একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাকার থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, চাকরির ফি যে হারে বাড়ানো হয়েছে, তাতে বেকার শিক্ষার্থীদের জন্য এটা বোঝায় পরিণত হয়েছে। দেশের বেকার সমস্যাতো দূর হচ্ছে না, উল্টো চাকরির ফি'র নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ফি নেয়া হচ্ছে। অবিলম্বে সকল নিয়োগের ফি কমাতে হবে। অন্যথায়, ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।


এসময় শিক্ষার্থীরা চাকরির আবেদন ফি কমাতে কয়েকটি দাবিও তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো---


১. ৯ম গ্রেডের জন্য সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা করতে হবে।


২. ১০ম গ্রেডের জন সর্বোচ্চ আবেদন ফি ১৫০ টাকা করতে হবে।


৩. ১১-১৪ তম গ্রেডের জন সর্বোচ্চ আবেদন ফি ১০০ টাকা করতে হবে।


৪. ১৫-২০ তম গ্রেডের জন সর্বোচ্চ আবেদন ফি ৫০ টাকা করতে হবে।


বিবার্তা /রাসেল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com