শিরোনাম
জবি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক শামীমা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ০৮:৪৯
জবি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক শামীমা
ফাইল ছবি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২০ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ৩১৮ ভোট পেয়ে অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সম্পাদক পদে ২৮৫ ভোট পেয়ে অধ্যাপক ড. শামীমা বেগম নির্বাচিত হয়েছেন।


ড. নূরে আলম আব্দুল্লাহ পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। ড. শামীমা বেগম অধ্যাপনা করছেন মাইক্রোবায়োলজি বিভাগে।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান খন্দকার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


কমিটিতে সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন নির্বাচিত হয়েছেন।


এছাড়া সদস্য পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমিন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াছ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক শাহানা আকতার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার নির্বাচিত হয়েছেন।


প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবিনা শরমীন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৭৮ জন ভোটারের মধ্যে ৫২৪ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


বিবার্তা/আদনান/এসএ/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com