শিরোনাম
ভোটের তারিখ পরিবর্তন: অনশন ভেঙেছেন ঢাবি শিক্ষার্থীরা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ২১:০৭
ভোটের তারিখ পরিবর্তন: অনশন ভেঙেছেন ঢাবি শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পরিবর্তন করায় অনশনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন।


সরস্বতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে ছিলেন তারা।


শনিবার (১৮ জানুয়ারি) রাতে ইসি নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা দেয়ার পর বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনস্থলে অনশনকারীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ অনেকে উপস্থিত ছিলেন।



শিক্ষার্থীদের অনশন ভাঙানোর পর সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাবিউপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান


এদিকে শিক্ষার্থীরা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন। অনশনে নেতৃত্বে থাকা জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস এ ঘোষণা দিয়েছেন।


এরআগে এস্থানে টানা তিনদিন আমরণ অনশন পালন করেছে শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা। তার আগে মঙ্গলবার, বুধবারও একই দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলো ঢাবি’র শিক্ষার্থীরা।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com