শিরোনাম
দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে হবে: আবুল বারকাত
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ১৭:১৫
দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে হবে: আবুল বারকাত
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৪র্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।


শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ইবি’র অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ অর্থনীতি সমিতি সেমিনারটির আয়োজন করে।


প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল বারকাত বলেন, বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে আগামী ২০৩০ সালের মধ্য বিশ্বের শক্তিশালী ২০টি দেশের একটিতে পরিণত হবে। আমরা চাইনা বাংলাদেশ আমেরিকা হোক। আমরা চাই বাংলাদেশ বসবাসযোগ্য বাংলাদেশ হোক।


শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সেমিনারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।


এতে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারের আহ্বায়ক প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সেমিনারে ভিসি ড. রাশিদ আসকারী বলেন, শিল্পবিপ্লবের জন্য মানুষের মধ্যে যখন যন্ত্রনির্ভরতা বেড়ে যাবে তখন লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ যখন এসব চ্যালেঞ্জের মুখোমুখি তখন বাংলাদেশ অর্থনীতি সমিতির এমন আঞ্চলিক সেমিনার অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে।


বিবার্তা/জায়িম/আবদাল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com