শিরোনাম
কুবি শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ২০:৩৩
কুবি শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী মোহাম্মদ রুবেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন এর নেতৃত্বে আরো অজ্ঞাতনামা দুই থেকে তিনজন মারধর করেছেন রুবেলের সহযোগিরা অভিযোগ করছেন।


এ ব্যাপারে ভূক্তভোগীর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে রুবেলের সহপাঠীরা। অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছে তারা।


অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী নাসির উদ্দীন জিসান (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেলের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিতভাবে চড়াও হয়। এসময় তার সঙ্গে অজ্ঞতানামা আরো দুই থেকে তিনজন রুবেলকে মারধর করেন।


পরবর্তীতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়। তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয় অ্যাম্বুল্যান্সযোগে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে সে মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসারত আছে।


এই ঘটনায় অভিযুক্ত নাসির উদ্দিন জিসান বলেন, 'আমি আমার এক ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। রুবেল আমার সাথে কথা কাটাকাটি করতে এসে আমাকে মেরেছে, পরে আমি প্রতিরোধ করেছি। তখন হয়তো সে ব্যথা পেয়েছে। এখানে আমার কোনো দোষ নাই।'


অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দীন বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। বিষয়টির গুরুত্বের সাথে আমলে নিয়েছি। অতিদ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


বিবার্তা/আল আমিন/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com