শিরোনাম
ভোট পেছাতে ঢাবির সবধর্মের শিক্ষার্থীদের আন্দোলন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৬:৫৩
ভোট পেছাতে ঢাবির সবধর্মের শিক্ষার্থীদের আন্দোলন
ঢাবি প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরস্বতী পূজার দিনই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় নির্বাচন কমিশনের পদত্যাগসহ নির্বাচন পেছানোর দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ অবরোধে বিশ্ববিদ্যালয়ের সবধর্মের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন।


সরেজমিনে শাহবাগে গিয়ে দেখা গেছে, ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ক্ষুদ্রনৃগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন।



এসময় তারা ঐক্যবদ্ধভাবে ৩০ তারিখ নির্বাচন মানি না, মানবো না, এক দফা এক দাবি, নির্বাচন পেছানো দাবি, জেগেছে রে জেগেছে, ঢাবি জেগেছে, আন্দোলন চলছে চলবে, বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই প্রভৃতি স্লোগানও দেন।


অবরোধে অংশ নেয়া শিক্ষার্থী সৌরভ চন্দ্র রায় বিবার্তাকে বলেন, একই দিন পূজা ও ভোট হতে পারে না। এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একইসাথে অবিলম্বে নির্বাচন কমিশনকে আমাদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানাই। অন্যথায়, আমাদের আন্দোলন চলবে।


মুজাহিদুল ইসলাম নামে ঢাবির একশিক্ষার্থী বিবার্তাকে বলেন, নির্বাচন কমিশনের এই সাম্প্রদায়িক আচরণ মেনে নেয়া যায় না। আমরা ঢাবির সব ধর্মের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। ভোটের তারিখ না পেছানো পর্যন্ত আন্দোলন চলবে।


উৎপল দাস নামের ঢাবির এক শিক্ষার্থী বিবার্তাকে বলেন, আমাদের পূজা উৎসবের দিন ভোট। আমরা কি ভোট দেব? নাকি পূজা করবো? নির্বাচন কমিশনকে অবিলম্বে তারিখ পেছাতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রাজপথ ছাড়বে না।



এরআগের দিন মঙ্গলবার বিকেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিটি নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধের পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা এদিন দুপুর ১২টার মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানো না হলে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়েন।


এ নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে মানববন্ধনসহ বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনকে তারিখটি পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।



উল্লেখ্য, রবিবার (২২ ডিসেম্বর) ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ওই তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। একইদিন সরস্বতী পূজার দিন হওয়ায় বিভিন্ন মহলে নির্বাচন পেছানোর দাবি ওঠে।


গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সরস্বতী পূজা উদযাপনের জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। কিন্তু মঙ্গলবার (১৪ জানুয়ারি) আসন্ন ৩০ জানুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ঢাকার দুই সিটি নির্বাচন ৩০ জানুয়ারি হতে আর বাধা নেই। হাইকোর্টের এ আদেশের পর বিভিন্ন মহল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে।


বিবার্তা/রাসেল/উজ্জ্বল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com